Farmer Cares for Injured Pigeon, Receives Daily Gold Coins – AI Generated Video | Hailuo AI

Generate & Play Hailuo AI video:এক গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত। সে খুব পরিশ্রম করে জমিতে চাষ করত, কিন্তু তার ফসল খুব একটা ভালো হতো না। তার সংসারে অভাব লেগেই থাকত। একদিন সকালে কৃষক মাঠে কাজ করতে করতে এক আহত কবুতর দেখতে পেল। কবুতরটির ডানায় আঘাত লেগেছিল। কৃষকের মনে দয়া হলো। সে কবুতরটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো, ওষুধ দিলো, খাওয়াল, আর ভালো করে দেখাশোনা করল। কয়েকদিন পর কবুতরটি পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে উড়ে গেল, কিন্তু যাওয়ার সময় কৃষকের আশেপাশেই চক্কর দিল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। পরদিন সকালে কৃষক যখন ঘুম থেকে উঠল, দেখে উঠোনে একটা ঝকঝকে সোনার রঙের ছোট্ট থলে পড়ে আছে। সে খুলে দেখে তাতে কয়েকটা সোনার মুদ্রা। কৃষক খুব অবাক হয়। সে ভাবে, “এটা তো সেই কবুতরেরই উপহার হতে পারে!” এইভাবে প্রতিদিন কবুতরটি আসতে লাগল এবং কৃষকের জন্য সোনার মুদ্রা রেখে যেতে লাগল। কৃষক খুব ধীরে ধীরে ধনী হয়ে উঠল। কিন্তু সে কখনোই অহংকারী হয়নি। বরং সে আরো গরিবদের সাহায্য করতে লাগল।

Original AI Prompt

Generate & Play Hailuo AI video:এক গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত। সে খুব পরিশ্রম করে জমিতে চাষ করত, কিন্তু তার ফসল খুব একটা ভালো হতো না। তার সংসারে অভাব লেগেই থাকত। একদিন সকালে কৃষক মাঠে কাজ করতে করতে এক আহত কবুতর দেখতে পেল। কবুতরটির ডানায় আঘাত লেগেছিল। কৃষকের মনে দয়া হলো। সে কবুতরটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো, ওষুধ দিলো, খাওয়াল, আর ভালো করে দেখাশোনা করল। কয়েকদিন পর কবুতরটি পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে উড়ে গেল, কিন্তু যাওয়ার সময় কৃষকের আশেপাশেই চক্কর দিল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। পরদিন সকালে কৃষক যখন ঘুম থেকে উঠল, দেখে উঠোনে একটা ঝকঝকে সোনার রঙের ছোট্ট থলে পড়ে আছে। সে খুলে দেখে তাতে কয়েকটা সোনার মুদ্রা। কৃষক খুব অবাক হয়। সে ভাবে, “এটা তো সেই কবুতরেরই উপহার হতে পারে!” এইভাবে প্রতিদিন কবুতরটি আসতে লাগল এবং কৃষকের জন্য সোনার মুদ্রা রেখে যেতে লাগল। কৃষক খুব ধীরে ধীরে ধনী হয়ে উঠল। কিন্তু সে কখনোই অহংকারী হয়নি। বরং সে আরো গরিবদের সাহায্য করতে লাগল।

Download

AI-Powered Analysis

A farmer takes care of an injured pigeon and is rewarded daily with gold coins.

You Might Also Like