Lost Little Lion Cub Finds His Way Home – AI Generated Video | Hailuo AI

Generate & Play Hailuo AI video:বদূর দূরান্তের জঙ্গলে ছোট্ট একটি সিংহশাবক থাকতো। তার নাম ছিলো রাজু। রাজু খুবই চঞ্চল আর দুষ্টু ছিল। সে সারাদিন গাছের নিচে লাফাত, প্রজাপতি ধরার চেষ্টা করত আর মাঝে মাঝে একা-একা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ত। একদিন রাজু খেলতে খেলতে এতটাই দূরে চলে গেল যে সে বুঝতেই পারল না সে মায়ের থেকে কতটা দূরে চলে এসেছে। চারদিকে তাকিয়ে দেখে, মা নেই! সব গাছ দেখতে একরকম, কোথাও থেকে মায়ের গর্জন শোনা যাচ্ছে না। রাজু বুঝতে পারলো সে হারিয়ে গেছে। রাজুর চোখে পানি এসে গেল। সে হু হু করে কাঁদতে লাগলো, “মা... মা কোথায় তুমি?” ঠিক তখন, এক বুদ্ধিমান পেঁচা গাছের ডালে বসে বললো, “তুমি কি হারিয়ে গেছো, ছোট সিংহ?” রাজু মাথা নেড়ে বললো, “হ্যাঁ... আমি মাকে খুঁজে পাচ্ছি না।” পেঁচা মুচকি হেসে বললো, “চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই।” পেঁচা রাজুকে পথ দেখিয়ে নিয়ে গেল গহীন জঙ্গলের ভিতর দিয়ে। পথে দেখা হলো বানর মামা, হরিণ দাদি আর এক দয়ালু হাতির সঙ্গে। সবাই রাজুকে সাহস দিল আর সাহায্য করল। অবশেষে, একটি বড় গাছের নিচে রাজুর মা বসে ছিলো, খুব চিন্তায়। রাজুকে দেখে তিনি ছুটে এসে জড়িয়ে ধরলেন। রাজুর চোখে তখন আনন্দের জল। মা বললো, “আর কখনো একা দূরে যেও না, রাজু।” রাজু হেসে বললো, “না মা, এবার থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো।” আর জঙ্গল আবারও হাসিতে ভরে উঠলো।

Original AI Prompt

Generate & Play Hailuo AI video:বদূর দূরান্তের জঙ্গলে ছোট্ট একটি সিংহশাবক থাকতো। তার নাম ছিলো রাজু। রাজু খুবই চঞ্চল আর দুষ্টু ছিল। সে সারাদিন গাছের নিচে লাফাত, প্রজাপতি ধরার চেষ্টা করত আর মাঝে মাঝে একা-একা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ত। একদিন রাজু খেলতে খেলতে এতটাই দূরে চলে গেল যে সে বুঝতেই পারল না সে মায়ের থেকে কতটা দূরে চলে এসেছে। চারদিকে তাকিয়ে দেখে, মা নেই! সব গাছ দেখতে একরকম, কোথাও থেকে মায়ের গর্জন শোনা যাচ্ছে না। রাজু বুঝতে পারলো সে হারিয়ে গেছে। রাজুর চোখে পানি এসে গেল। সে হু হু করে কাঁদতে লাগলো, “মা... মা কোথায় তুমি?” ঠিক তখন, এক বুদ্ধিমান পেঁচা গাছের ডালে বসে বললো, “তুমি কি হারিয়ে গেছো, ছোট সিংহ?” রাজু মাথা নেড়ে বললো, “হ্যাঁ... আমি মাকে খুঁজে পাচ্ছি না।” পেঁচা মুচকি হেসে বললো, “চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই।” পেঁচা রাজুকে পথ দেখিয়ে নিয়ে গেল গহীন জঙ্গলের ভিতর দিয়ে। পথে দেখা হলো বানর মামা, হরিণ দাদি আর এক দয়ালু হাতির সঙ্গে। সবাই রাজুকে সাহস দিল আর সাহায্য করল। অবশেষে, একটি বড় গাছের নিচে রাজুর মা বসে ছিলো, খুব চিন্তায়। রাজুকে দেখে তিনি ছুটে এসে জড়িয়ে ধরলেন। রাজুর চোখে তখন আনন্দের জল। মা বললো, “আর কখনো একা দূরে যেও না, রাজু।” রাজু হেসে বললো, “না মা, এবার থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো।” আর জঙ্গল আবারও হাসিতে ভরে উঠলো।

Download

AI-Powered Analysis

A heartwarming story of a lost little lion cub finding its way back home with the help of a wise bird.

You Might Also Like